একসাথে
- মায়া মাধব ১৭-০৫-২০২৪

যদি হারিয়ে যেতে চাস তুই তবে কি করে আটকে রাখি বল
যদি ভালোবাসি বলি তোকে তবু কি যাবি চলে বন্ধু আমায় বল
যদি গল্প সাজাই তোকে নিয়ে তবে করবি না কি সেই গল্পে অভিনয়
যদি আশার আলো দেখি এই পৃথিবীতে তবু কেন যে এই হৃদয়ে দিস তুই ভয়।

তোকে ছাড়া আর লাগে না যে ভালো কিছু
তুই ছাড়া কি করে কাটাই জীবন
ফিরে কি আসবি না ভালো কি বাসবি না
ভুল-শুদ্ধ যাই হোক করিস না বারণ।

তুই তুই করে দিন কাটে রাত কাটে
তোকে নিয়ে যে গান-কবিতা কথা বলে
শুরু থেকে শেষ শুধু তোকে মনে পড়ে
যুদ্ধ তোকে নিয়ে যদি সোনার সংসার গড়ে।


অভিমানী মন আর দূরে থাকিস না
অনেক পুড়েছে এ হৃদয়, তুই আর পোড়াস না
সব ভুলে আয় মুছে ফেলি চোখের জল
একসাথে থেকে একসাথে বাঁচি চল।

রাত ১২ টা ৩৩
১১।০২।২০১৫
মালিবাগ চৌধুরিপাড়া
©ফয়সাল বিন হাফিজ

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।